নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনাভাইরাস সংক্রান্ত নির্দেশনা মানছে না নগরবাসী। ঘর থেকে বের না হতে সরকারি কোন আদেশ, নিষেধ, অনুরোধ গায়েই মাখছে না নগরবাসী। অনেকটা গা ছাড়া ভাব নিয়েই চলছে নগরীর অলিগলিতে জটলা আড্ডাসহ নানা জনসমাগম। প্রকাশ্যে ধূমপান থেকে শুরু করে চা-পানের দোকানগুলোতে চলছে জম্পেশ আড্ডা। নারায়ণগঞ্জের সড়ক-সহাসড়ক ফাঁকা থাকলেও বিভিন্ন পাড়া মহল্লাগুলোর অলিগলিতে এখনও রয়েছে জনসমাগম। প্রশাসন থেকে নানাভাবে সতর্ক করার পরেও কিছু মানুষের এই রকম আনাগোনা নিয়ে চরম আতঙ্কে সচেতন বাসিন্দারা।
শুক্রবার শহরের কলেজ রোড, গলাচিপা, উকিলপাড়া, নন্দিপাড়া ও ভূইয়ারবাগ এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা গেছে, অনেক দোকানপাট ছিলো খোলা। বিশেষ করে ভাজা পুরির দোকান, চায়ের দোকান, কনফেকশনারী ও ডেকোরেটর ইত্যাদি। আরি এসব দোকানের সামনে ছিলো মানুষের ভীড়। রাস্তার পাশে বসে যুবকরে আড্ডা। ফাঁকা রাস্তায় ও আশে পাশের ছোট খাটো মাঠ গুলোতে খেলছে শিশু-কিশোর ও যুবকরা। সাথে প্রকাশ্যে ধূমপান থেকে শুরু করে চা-পানের দোকানগুলোতে চলছে আড্ডা।
সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা বারিক জানান, পাড়া মহল্লায় অলিতেগলিতে যাতে জনসমাগম না ঘটে সেজন্য প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। চায়ের দোকানগুলোতে আড্ডা না দেয়ার বলা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দোকান, ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে বলা হচ্ছে।