শহরে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদ দাতা ) : শহরে হত্যার ভয় দেখিয়ে এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে নাঈম হাসান নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এর শহরের ১ নম্বর রেলগেট এলাকায় রওজাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের মা জানান, দীর্ঘদিন ধরে আমার ছেলেকে মাদরাসার শিক্ষক নাঈম হাসান হত্যার ভয় দেখিয়ে বলাৎকার করে আসছিলেন। ছেলে ভয়ে কাউকে কিছু বলেননি। সোমবার দুপুরে বাসায় এসে কান্নাকাটি করছিল। কারণ জানতে চাইলে বলাৎকারের বিষয়ে খুলে বলে। পরে থানায় এসে অভিযোগ দায়ের করি।

সদর মডেল থানার এসআই শাফিউল আলম জানান, হাফেজি পড়া এক ছাত্রকে বলাৎকার করার অপরাধে মাদরাসা শিক্ষক নাঈম হাসান নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদে ওই শিক্ষক বলাৎকারের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত