নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : শহরের কালীবাজার থেকে সবজির পিকআপে ফেনসিডিল পাচারের সময় দুইজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় পিকআপটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে শহরের কালীবাজার পুরাতন কোর্ট সোনালী ব্যাংকের সামনে থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। দুপুরে ডিবি পুলিশের এসআই আবদুল হক সিকদার বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন, মাদারীপুর জেলার নয়াচর এলাকার সেকান্দার আলীর ছেলে মো. রিপন কাজী ও একই জেলার পশ্চিম খাগদি শেরে বাংলা এলাকার মো. হোসেন হাওলাদারের ছেলে মো. কোরবান হাওলাদার।
ডিবির এসআই আব্দুল হক সিকদার জানান, গোপন সংবাদে সবজির পিকআপ দিয়ে শহরে ফেনসিডিল প্রবেশের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে শহরের কালীবাজার পুরাতন কোর্ট এলাকায় অভিযান চালিয়ে একটি সবজিভর্তি পিকআপটি থামানো হয়। পরে তল্লাশি করে সবজির নিচে পেপার মোড়ানো অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।