নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : অভিনব কৌশলে অর্থ হাতিয়ে নেয়াকালে আন্তর্জাতিক প্রতারক চক্রের ৪ বিদেশীসহ ১ বাংলাদেশী গ্রেফতার করেছে র্যাব ১১। আটকৃতরা হলো- নাইজেরিয়ান নাগরিক ডেনিশ ওকোইডিরি (৪০), আস্থিন মেথিউ (৩৬), মারভিন নোনসো অজোমেয়া (৪১), ক্যামেরুনের নাগরিক ইফা মাইকেলাইন (৩৫) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পলোটানা গ্রামের মৃত বিপুল বিশ্বাসের ছেলে আব্রাহাম বিশ্বাস স্বপন। ১৭ আগস্ট বুধবার দিবাগত রাত থেকে ১৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একটানা ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রথমে আস্থিন মেথিউকে নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের সামনে থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আস্থিন মেথিউর তথ্য মতে রাজধানী ঢাকার বসুন্ধরা, নিকুঞ্জ ও মগবাজার এলাকা থেকে অন্যদের গ্রেফতার করেন। এ সময় র্যাব আস্থিন মেথিউ এর কাছ থেকে ভুয়া ডলার তৈরীর ৩৬ বান্ডিল ডলার সাইজের কালো কাগজ, সাদা রঙের তুলা দ্বারা নির্মিত চ্যাপ্টাকার একটি আবরণ ও ৪টি হ্যান্ড গ্ল্যাভস জব্দ করে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান ( পিএসসি ) সাংবাদিকদের এ তথ্য দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এরা আধুনিক প্রযুক্তি ইমেইলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন লোকদের লোভনীয় সমাজ সেবা কর্মে অনুদান দেয়ার প্রস্তাব পাঠায়। এতে অনেকেই লোভে অথবা সমাজের সেবামূলক কাজে নিজেকে তাদের প্রলোভনের ফাঁদে পড়ে। সম্প্রতি সোনারগাঁও জাদুঘরের এক কর্মকর্তা ইয়ামিন খাঁন জর্পিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে আমেরিকান নাগরিক পরিচয়দানকারী এসজিটি ইলেন হারনিং নামে এক নারীর সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ইলেন হারনিং ইয়ামিন খাঁনকে জানান, তার স্বামী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে অনিশ্চিত জীবন যাপন করছেন। তার কোন উত্তরাধিকারী নেই, আত্মীয় স্বজনদের প্রতি তার সম্পদের অপব্যবহারের আশঙ্কা থেকে তিনি ভিকটিমকে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের সাহায্যের সার্থে উক্ত অনুদান পৌঁছে দেওয়ার ইচ্ছা পোষন করেন তার মাধ্যমে। এ ইচ্ছার বাস্তবায়নে গত ৩০ আগস্ট ব্রিটিশ ক্রাউন কোর্টের মাধ্যমে ইয়ামনি খানকে উক্ত সম্পদ পরবর্তী দাবিদার বা উত্তরাধিকার নির্বাচন করে উইল করেন। মৃত্যুর আগে তার স্বামী শুনে যেতে চান, তার সম্পদ গরীব দুঃখীদের সাহায্যে সার্থে ব্যবহার হচ্ছে।
ইয়ামিন খান তার এই মহৎ উদ্দেশ্যের অংশীদার হতে এক পর্যায়ে রাজি হয়ে যান। এরপর ইলেন হারনিং গ্লোবাল ট্রাষ্ট সিকিউরিটি এন্ড কুরিয়ার ফার্মের একটি ই-মেইল ঠিকানা (globaltrust.courierfirm@gmail.com) ইয়ামিন খানকে দিয়ে ঐ ঠিকানায় যোগাযোগ করতে বলেন। ওই দিনই উক্ত ঠিকানার ডঃ ওয়ালটার স্মিথ নামে এক ব্যাক্তি ইয়ামিনকে জানায় যে, ইলেন হারনিং এর কাছে থেকে তিনি (ডঃ ওয়ালটার স্মিথ) বার্তা পেয়েছেন এবং সেই সাথে তারা কনসাইনমেন্ট বক্স পাঠাতে প্রস্তুত আছেন। উক্ত কুরিয়ার ফার্ম ভিকটিমের পুরো নাম ঠিকানা, ফোন নাম্বার চেয়ে বার্তা প্রেরণ করে এবং সেই মতে ভিকটিম তার পূর্ণ নাম ঠিকানা ও মোবাইল নম্বর প্রেরণ করে। কনসাইনমেন্ট বক্স পাঠানোর জন্য কারগো ফেয়ার ও একজন ডিপ্লোমেট এর খরচ বাবদ ২হাজার ৫শত ইউ.এস ডলার তাদের ঠিকানায় পাঠাতে বলে। এর প্রেক্ষিতে ইয়ামিন জানান, বাংলাদেশ থেকে বাহিরে অর্থ প্রেরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুতরাং এটি তার পক্ষে সম্ভব নয়। এরপর সে (DR. WALTAR SMITH) বাংলাদেশে তাদের এজেন্ট এর একাউন্ট নাম্বারে ঐ ডলারের সমপরিমান টাকা পাঠাতে বলে। ভিকটিম আদ্যপান্ত না ভেবে ডঃ ওয়ালটার স্মিথ কর্তৃক প্রেরিত এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত একাউন্ট নাম্বারের ঠিকানা, আব্রাহাম বিশ্বাস (স্বপন), উত্তরা ব্যাংক, আওলাদ হোসেন মার্কেট ব্রাঞ্চ, একাউন্ট নাম্বার ২১১৩-১১১-০০১১০৪২১ এ গত ৩ আগষ্ট উত্তরা ব্যাংক, সোনারগাঁ ব্রাঞ্চ, নারায়ণগঞ্জ থেকে ১লাখ ৯৫হাজার ৫শত টাকা পাঠিয়ে দেন। পরে র্যাব ১১ একটি দল প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।