নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বধির সংঘ ও নারায়ণগঞ্জ বধির বিদ্যালয়ের উদ্যোগে মায়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাহায্যের জন্য সকলের কাছ থেকে সহযোগিতা গ্রহন করে তা কক্সবাজারে পাঠানোর জন্য পথে পথে টাকা উত্তোলন করেছেন সংগঠনের সেচ্ছাসেবীরা। রাহিঙ্গা সাহায্যার্থে বধির সংঘের এই অর্থ সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিশনপাড়া মোড়ে তারা সাধারণ পথচারী ও যাত্রীদের কাছ থেকে এ অর্থ সংগ্রহ করেন। এখান থেকে উত্তোলনের সকল অর্থই রোহিঙ্গাদের সাহায্যে পাঠানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বধির বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ ইউসুফ, বধির সংঘের যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য আলী আহম্মেদ।