নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজলের মাতা খোদেজা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার ও নাসিক ১৩ নং ওর্য়াড কাউন্সিলর খোরশেদ।
এক শোক বার্তায় এড. তৈমূর বলেন, গত ৩ মাস যাবত সজল তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য এক হাসপাতাল হতে আরেক হাসপাতাল ছুটাছুটি করছিল এই সময়ও তাকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ-সমাবেশের কারণেএকাধিক মিথ্যা মামলা দিয়েছে এই আওয়ামী পুলিশ বাহিনী। যা খুবই ন্যাক্কার জনক। আল্লাহ পাক মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুক। (আমিন).
অপরদিকে কাউন্সিলর খোরশেদ এক বিবৃতিতে বলেন, সজল আমার বাল্য বন্ধু হওয়ার কারণে তার সাথে আমার পারিবারিক সর্ম্পক ছিলো। তার মায়ের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজল এর মাতা খোদেজা বেগম দীর্ঘ দিন ধরেই ক্যান্সার আক্রান্ত ছিলেন। গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে শহরের কিলারপুলস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে ১ ছেলে-দুই মেয়ে ও নাতি-নাতনী সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।