যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : যথাযোগ্য মর্যাদায় বন্দর গণহত্যা দিবস পালিত হয়েছে।  ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী বন্দর সিরাজউদ্দৌলা মাঠে ৫৪ জন বাঙালীকে ব্রাশ ফায়ার ও আগুনে পুড়িয়ে হত্যা করে। সেই থেকে বন্দরবাসী শ্রদ্ধার সাথে বন্দর গণহত্যা দিবস পালন করে আসছে।

সিরাজউদ্দৌলা মাঠবেধ্যভূমি স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন  করেন একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি, মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর গণহত্যা দিবস উৎযাপন কমিটি, শহীদ পরিবার, বন্দর আদর্শ কিন্ডারগার্টেন, বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন, শুভ সকাল সংঘসহ বেশ কটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।

একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি বন্দর থানা শাখার ব্যাতিক্রমধমী উদ্যাগ করেছে। তারা শহীদ ৫৪ জনের স্মরণে বেলা ১১ টায় সমর ক্ষেত্র ৭১ প্রাঙ্গণে ৫৪ টি ফলজ বৃক্ষ রোপন  করেছে। জেলা শাখার সভাপতি বাবু চন্দন শীল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন সারা দেশে ৩০ লক্ষ বৃক্ষ রোপন করা হবে।

মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি আজ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে যা চলমান থাকবে বন্দরের বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে বৃক্ষ রোপন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়ন হলে একদিনে সবুজ পরিবেশ ও শহীদদের প্রতি শ্রদ্ধা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়াবে। এসময় উপস্থিত ছিলেন

এড. শাহ আলী পিন্টু খান, কবির হোসের, আলী হোসেন, হোসনে আরা, সামসুল আলম, সাহাবুদ্দিন, দেলোয়ার, মুজিবুর, নবী আউয়াল, ইয়াকুব হোসের প্রদীপ, অথ্যক্ষ আনোয়ার হোসেন, ইউসুফ খান ননী প্রমুখ। অপর দিকে বন্দর গণহত্যা দিবস উৎযাপন কমিটি সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে কাঙ্গালীভোজের আয়োজন করেছে।

add-content

আরও খবর

পঠিত