মোদি সারা বিশ্বের মুসলমানদের দুশমন : আব্দুল আউয়াল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুল আউয়াল বলেছেন, মোদি কোনো ব্যক্তি নয়, মুসলমানদের দুশমন। ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের দুশমন। আমরা মোদির বিরোধীতা করছি না। আমরা ফেরাউনের বিরোধীতা করছি। এই ফেরাউন বর্তমানে সারা বিশ্বের মুসলামনদের নিধন করার জন্য আন্দোলনে নেমেছে। শুক্রবার (৬ মার্চ) জুমআ নামাজের পর নগরীর ডিআইটি এলাকায় নারায়ণগঞ্জ উলামা পরিষদ আয়োজিত নরেন্দ্র মোদি বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ

মাওলানা আবদুল আউয়াল বলেন, জীবনটা একটাই। প্রয়োজনে এটাকে আল্লাহর জন্য শহীদ করে দিবো। আমরা তখন আল্লাহপাকের কাছে জান্নাতের উচ্চমাথা পাবো। আমাদের এই আন্দোলনটা দুণিয়ার কোনো স্বার্থে নয়। মুসলমানদের রক্তের ইজ্জতের আন্দোলন। যদি সরকার তার সিদ্ধান্তের মধ্যে অনড় থাকে তাহলে আমরা হেফাজতের মত আবারও দেশের পাঁচটা পয়েন্ট বন্ধ করে দিয়ে ঢাকা অচল করে দেব। দেখবো সরকারের কামানে কত গুলি আছে আর আমাদের বুকে কত রক্ত আছে।

তিনি আরো বলেন, মুসলমানরা কি করতে পারে সে ইতিহাস ভুলে গেছ? খোদার কসম, মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে আবারও ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে নেমে যাবে। তা প্রতিহত করতে পারবে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মনে রাইখেন, আসমানওয়ালার কাছে লক্ষ কোটি জনতা যখন চোখের পানি ছেড়ে ফরিয়াদ শুরু করবে, তখন আপনার ক্ষমতাও চলে যাবে, ভারতের মোদি সরকারের ক্ষমতাও থাকবে না। আপনি পারবেন আপনার ক্ষমতার দাপটে বন্দুকের নালি দেখিয়ে জনগনের উপরে পুলিশ বাহিনী দিয়া টিয়ার গ্যাস এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করে প্রতিহত করতে। জাহাজ দিয়া আপনি তাকে নিয়া আসতে পারবেন। তবে, মনে রাখেন যে আল্লাহপাক আপনাকে এই জমিনের মসনদে বসিয়েছে সেই আল্লাহপাক তা আবার ধূলিসাৎ করে দিতে পারে। সুতরাং ভুল করবেন না।

সমাবেশে উপস্থিত ছিলেন, অনইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির ও বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতা আতিকুর রহমান নান্নু মুন্সি, জেলা সমন্বয়ক ও জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা ফেরদাউসুর রহমান, হারুন উর রশদ, দেলোয়ার হোসাইনসহ আরো অনেকে। সমাবেশে শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

add-content

আরও খবর

পঠিত