নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে কোস্ট গার্ডের যৌথ অভিযানে নদীতে থেকে অবৈধভাবে বালু উত্তলনের সময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪টি ড্রেজারও জব্দ করা হয়। শুক্রবার (১২ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলায় আমান গ্রুপের পাশে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের গজারিয়া স্টেশন ও পাগলা স্টেশন।
কোস্ট গার্ড গজারিয়া স্টেশনের কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, কোস্ট গার্ডের গজারিয়া স্টেশন ও পাগলা স্টেশনের যৌথ অভিযানে ১০ সদস্য বিশিষ্ট্য একটি টিম অংশগ্রহণ করে। কোস্টগার্ড পাগলা স্টেশনের সাব লেফটেন্যান্ট এমএম আসিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার ভোর হতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ৪ টি ড্রেজারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।
কোস্টগার্ড পাগলা স্টেশনের সাব লেফটেন্যান্ট এমএম আসিফ জানান, বিশেষ সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে কতিপয় চক্র। তার উপর ভিত্তি করে শুক্রবার সকাল হতে মেগনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। সকাল সাড়ে ৮টার দিকে ৪টি ড্রেজারসহ ৭ জনকে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে তাদের সোনারগাঁ ইউএনও অঞ্জন কুমার সরকার ও সোনারগাঁ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।