মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে : এ্যাড. দিপু

নারায়ণগঞ্জ বার্তা ২৪( বন্দর প্রতিনিধি ): বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আনিসুর রহমান দিপু বলেছেন, সমগ্র বিশ্বে আজ মুসলিমরা অবহেলীত ও নিগৃহীত। বিশ্বের সমগ্র মুসলমানদের জন্য আমরা দোয়া কামনা করছি, যাতে আল্লাহ তায়ালা তাদেরকে হেফাজত করেন। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করেনা। জঙ্গিরা ইসলামের ক্ষতি করছে ও বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর প্রচেষ্টা চালাচ্ছে।

আমাদের সবাইকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের প্রতি সকল দেশ মুখ ফিরিয়ে নিলেও আমাদের মানবতার নেত্রী ও জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং মায়ের মত আগলে রেখেছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নেত্রী বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা চালিয়েছেন এবং বর্তমানে রোহিঙ্গা অভিবাসীদের ফেরত নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় তার ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন চলমান থাকলেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তাই আপনারা সকলে শেখ হাসিনার জন্যও দোয়া করবেন।

একটি পরিবারের ধ্বংসের জন্য একজন মাদকসেবীই যথেষ্ট। তাই মাদকের আগ্রাসন থেকে আমাদের যুবসমাজকে যেকোন মূল্যে রক্ষা করতে হবে এবং মাদকের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বন্দরের কুড়িপাড়া-কুটিরবন্দ এলাকায় রুপায়ন পোর্ট জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৩দিন ব্যাপী ২য় বার্ষিক ওয়াজ মাহফিলের ৩য় অর্থাৎ চূড়ান্ত দিন শুক্রবার বাদ এশা নাসিক ২৭নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এ্যাড. আনিসুর রহমান দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিতদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

উক্ত ওয়াজ মাহফিলে বাংলার প্রখ্যাত আলেমরা গুরুত্বপূর্ন ইসলামী বক্তব্য রাখেন বলে জানা যায়। তাছাড়া এ সময় এড. মোঃ ওয়ালীওল্লাহ, এড. জসীম উদ্দিন, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও অত্র মসজিদের সেক্রেটারী আব্দুস সুবহান, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি নজরুল ইসলাম বাদশা, যুবলীগ নেতা মোস্তফা ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা শেখ রাসেল আহম্মেদ সহ বিভিন্ন বয়সী ইসলামী তৌহীদি জনতা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত