নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর কাছে মর্গ্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ৮ তলা ভবনের দাবি রাখলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে মর্গ্যান গার্লস হাই স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন শেষে বক্তব্যে তিনি মন্ত্রীর কাছে এ দাবী রাখেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী মর্গ্যান স্কুলের দায়িত্ব আমি আনোয়ার ভাই, আনোয়ার সাহেবকে দিয়েছিলাম। আজকে তার প্রেক্ষিতে স্কুলের চেহারা বদলে দিয়েছে। কিছুদিন আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এখানে একটি ভবন হয়েছে যার নামকরণ করা হয়েছে বেগম ফজিলাতুন্নেছা। আজকে তোমরা (শিক্ষার্থীরা) সম্মানিত মন্ত্রীর কাছে দাবি করবে আমার ডান দিকের বিল্ডিংটা ৮ তলা করে দিতে হবে। স্কুল এবং কলেজ করার জন্য আনোয়ার ভাই মন্ত্রীর কাছে ইতোমধ্যে আবেদন করেছেন। বর্তমান শিক্ষা উপমন্ত্রীর মহবিুল হাসান চৌধুরী উনার বাবার সাথে আমার খুব ভাল সম্পর্ক ছিলো। আজকে উনি আমাদের শিক্ষা উপমন্ত্রী আমি উনার জন্য দোয়া করি ভবিষ্যতে উনি যেন আরো সিনিয়র মন্ত্রী হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সভাপতি ও স্কুলের গভর্নিয় বডির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, মগ্যার্ন গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশোক কুমার সাহা সহ প্রমুখ।