মনোনয়নপত্র জমা দিলেন না.গঞ্জ আওয়ামী লীগের কান্ডারী শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ) আসনে নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়ার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কান্ডারী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান।Add Midea Photo Samim Osman

মনোনয়নপত্র জমাকালে শামীম ওসমানের সাথে উপস্থিত ছিলেন সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান,  জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ্ বাদল,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাছান নিপু সহ অন্যান্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ৷

উল্লেখ্য, শামীম ওসমান এর আগে ১৮ নভেম্বর জেলা নির্বাচন কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি নারায়ণগঞ্জ-৪( ফতুল্লা ও সিদ্দিরগঞ্জ) আসনে পাঁচবার আওয়ামীলীগের মনোনয়ন পান।

তফসিলের পরে পুনরায় তফসিলের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২৮ নভেম্বর নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন দাখিলের শেষ সময়। আর আগামী ২ ডিসেম্বর প্রার্থী যাচাই বাছাই করা হবে। এবং ৮ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়।

add-content

আরও খবর

পঠিত