মদনগঞ্জে ওয়াজ মাহফিল নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশংকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের মদনগঞ্জে ওহাবী গোষ্ঠীর ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মুসল্লীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে ঘিরে যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এদিকে ২৬ ও ২৭ জানুয়ারী আহবান করা ওহাবী গোষ্ঠীর মাহফিল বন্ধের দাবিতে শুক্রবার বাদ জুম্মা ১৯নং ওয়ার্ডের ১টি মসজিদের ইমাম-আলেম ওলামাসহ সর্বস্তরের মুসল্লীরা বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করলেও প্রশাসনিক কোন হস্তক্ষেপ বা সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।

এদিকে প্রশাসনিক কোন সিদ্ধান্ত না আসায় মদনগঞ্জের ১১টি মসজিদের সর্বস্তরের মুসল্লীরা একই স্থানে একই সময়ে পাল্টা মাহফিল করার ঘোষণা দেয়। দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে গোটা মদনগঞ্জ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে মদনগঞ্জ এলাকার বাসিন্দা আবু বকর জানান, দি ভয়েস অব কুরআন সুন্নাহ সংগঠনের নামে ওহাবী ও আহলে হাদিসের লোকজন এবং তথাকথিত জাকির নায়েকের অনুসারীরা ২দিন ব্যাপী ওয়াজ মাহফিলের যে আায়োজন করেছে তা কোনদিনই অত্র এলাকায় করতে দেয়া হবেনা। যারা ইসলামের রীতিনীতি উপেক্ষা করে চলে হযরত মুহাম্মদ(সাঃ)কে অবজ্ঞা করে দেখে মুসলমান নামের কলংক। তাদের কোন মাহফিল মদনগঞ্জের মাটিতে করতে দেয়া হবেনা।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত