নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৯ তম ওয়াল্টন জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা অংশগ্রহন করবে।
এ লক্ষে আগামী ২০ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের হল রুমে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা মহিলা দাবা বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী দাবারুদের ২০ আগস্ট সকাল ৯:৩০ মিনিটের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারীর নিকট নাম অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধনী দিবসে দাবা উপ কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।