ভূয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হলে ৩ বছরের জেল- মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন,বাংলাদেশ সম্ভাবণাময়ের দেশ স্বাধীনতার পূর্ব থেকেই একটি চক্র এদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের অনুসারীরা নতুন করে অপতৎপরতায় মেতে উঠেছে। যে সমস্ত আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে এখন অভিযোগ ওঠে, তারা হাল আমলের নেতা। বঙ্গবন্ধুর আমলের নেতাদের বিরুদ্ধে কোন অভিযোগ শুনি নাই। হাল আমলে ভালোর মধ্যে মন্দ লোক ঢুকে গেছে। মন্দরা ধিক্কৃত হবেন। তিনি বলেন,আমাদের দেশে  একদল লোক আছে যারা বলে বেড়ায়,মানুষ মারলেই নাকি বেহেস্তের সার্টিফিকেট পাওয়া যায়। মানবতার জন্য কাজ করার কথা কোরআনে আছে, হাদিসে আছে। এ শিক্ষা না নিয়ে তারা মানুষ হত্যা করছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মিথ্যাচার করে ইসলামকে ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে কোন পেপারস লাগবেনা। পেপারস ম্যান্ডেটরী নয়। যদি সহযোদ্ধারা স্বাক্ষী দেয় এবং বলে সে ট্রেনিং নিয়েছে এবং যুদ্ধ করেছে। তাহলে এটাই যথেষ্ট। মুক্তিযুদ্ধ বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। কেউ একা একা যুদ্ধ করেনি। তিনি আরো বলেন,যে নীতিমালা তৈরি করা হয়েছে। তা অনুসরণ করে যাচাই বাছাই হলে ভুয়া মুক্তিযোদ্ধা আসার কোন সুযোগ নেই। তারপরও যদি কোথাও বরখেলাপ হয় তাহলে সেটা বাতিল করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে। শনিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন গকুল দাসেরবাগস্থ আমিজউদ্দিন এতিমখানায় ছাত্রদের জন্য নির্মিতব্য ৩তলা বিশিষ্ট সানড্র মাক্কারসি হল এর উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন,মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক শনিবার এ কার্যক্রম চলবে। ৫ শনিবার ব্যাপি এই যাচাই বাছাই চলবে। যাতে কোন অসত্য তথ্য দেয়া না হয় এ জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য যারা মিথ্যা স্বাক্ষী দিবেন ওই সমস্ত মুক্তিযোদ্ধাদের ভাতা এক থেকে ৩ বছর বন্ধ থাকবে। আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে যে যাচাই বাছাই চলছে ভূয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হলে ৩ বছরের জেল দেয়া হবে এবং তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা পাওয়ার পর আইনানুগ ভাবে তাদের সম্পদ সরকারের নিয়ন্ত্রণে নেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোটারী বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট৩২৮১এর গর্ভণর রোটারিয়ান মুহাম্মদ আইয়ূব। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রোটারী নিউজিল্যান্ডের প্রাক্তণ গর্ভণর পিডিজি সানড্রা মাক্কারসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ.বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত