নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নওগাঁ জেলার মান্দা উপজেলার গোয়ালমান্দা গ্রামে গত ৮ এপ্রিল সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে থাকা ভোটার আইডি কার্ডটি তার নিজের নয় বলে জানা গেছে। বুধবার (১০ এপ্রিল) ভোটার আইডি কার্ডের প্রকৃত মালিক সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মৃত নওয়াব আলী মাওলানা ও মৃত কারিমা বেগমের ছেলে মোজাম্মেল হক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে স্বাক্ষাত করে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোজাম্মেল হক জানান, ২০১৬ সালে তিনি ব্র্যাক ব্যাংক থেকে লোনের জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনের সঙ্গে তার ও তার স্ত্রীর ভোটার আইডি কার্ড, কয়েকটি স্ট্যাম্প সহ আরো কিছু কাগজপত্র সংযুক্ত ছিলো। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় কাগজপত্র ডাস্টবিনে ফেলে দেওয়ায় নওগাঁর ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি যে কোন উপায়ে ফাইলটি পেয়ে সাথে রেখেছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল সোমবার সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলার গোয়ালমান্দা গ্রামে মনিরুল ইসলাম নামের এক ছাত্র রাস্তার পাশে গুরুতর অসুস্থ এক বৃদ্ধকে দেখতে পান। এসময় তিনি তার কাছে দুটি ভোটার আইডি কার্ড এবং কিছু কাগজপত্র দেখতে পান। ভোটার আইডি কার্ডের ঠিকানা সোনারগাঁয়ের নানাখী এলাকা এবং ব্যক্তির নাম মোজাম্মের হক, পিতার নাম মৃত নওয়াব আলী মাওলানা ও মাতার নাম মৃত কারিমা বেগম দেখতে পেয়ে তিনি এ বিষয়টি তার সোনারগাঁয়ের ফেসবুক বন্ধুদেরকে জানান। পরবর্তীতে তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে আইডি কার্ডের প্রকৃত মালিক মোজাম্মেল হক বুধবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে স্বশরীরে স্বাক্ষাত করে নিজের পরিচয় নিশ্চিত করেন।
এদিকে বুধবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।