নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অসুস্থ্য স্কুল ছাত্রী তামান্না আক্তারের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রয়াত সাবেক সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। মোছা. তামান্না আক্তার জান্নাত আমলা পাড়া গার্লস স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী। সে শহরের মিশনপাড়া এলাকার শিকদার বাড়ীর ভাড়াটিয়া। তামান্নার বাবা চারারগোপ পাঞ্জেগানা মাজার এর একজন চা বিক্রেতা।
মরণব্যাধী ব্রেন হেমোরিজ আক্রান্ত হয়ে তামান্না এখন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেধাবী এই ছাত্রীর জন্য তার পিতার পক্ষে লাখ লাখ টাকা ব্যয় করা সম্ভব নয়। তাই এমন খবর জানতে পেরে আজমেরী ওসমান মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তার জান্নাতের চিকিৎসার জন্য সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি জানান।
এদিকে আজমেরী ওসমানের এমন মহতি উদ্যোগে তার সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তামান্নার পরিবার। এছাড়াও তার দ্রুত সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।