নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : চাষাঢ়ায় বোমা হামলায় নিহতদের স্মরণে প্রতিকী স্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন ফতুল্লা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন। ১৬ জুন বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিত স্তম্ভে তার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এরআগে একটি শোক র্যালী করেন তারা।
জানা গেছে, ২০০১ সালের ১৬ জুন শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়। ওইদিন রাতে এ বিস্ফোরণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছিল।
এ বিষয়ে নাজমুল হাসান সাজন বলেন, আমরা একটাই দাবী জানাচ্ছি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষমতাকালে যেন এ বিচার কার্য সম্পন্ন হয়। আর এ ঘটনায় প্রকৃত যারা দোষী ছিল তাদেরকে ফাসি দেয়া হয়।