নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দারিদ্রতা ও বেকারত্বের যন্ত্রনায় আব্দুর রহমান মিয়া নামে এক যুবক নিজের ঘরের দরজা বন্ধ করে সে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ৩ই জুন বৃহস্পতিবার বিকালে সোনারগাঁয়ের সাদিপুর নানাখি উত্তরপাড়ার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আত্মহত্যা করা যুবক ওই গ্রামের বিরু মিয়ার ছেলে।
জানা যায়, আব্দুর রহমান মিয়া বেকার জীবন থেকে বেরিয়ে কিছু করার ইচ্ছা ছিল তার। কিন্তু পরিবারের অস্বচ্ছলতার কারণে বাবা-মা তার সেই ইচ্ছা পুরন করতে পারেনি। এই নিয়ে মা সঙ্গে অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে আব্দুর রহমান মিয়া। বৃহস্পতিবার বিকালে নিজের ঘরের দরজা বন্ধ করে সে কীটনাশক পান। পরে তার উদ্ধার স্বজনরা তাকে মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয় স্থানীয়রা জানান, উপজেলার সাদিপুর নানাখি উত্তরপাড়ার বিরু মিয়ার ছেলে রহমান দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় জীবন যাপন করছিলেন। গত কয়েকদিন ধরে তার পরিবারকে একটি অটোরিক্সা কিনে দেয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তার পরিবার আর্থিক অভাব অনটনের কারনে তাকে অটোরিক্সাটি কিনে দিতে না পারায় বৃহস্পতিবার দুপুরে মা ছেলের মধ্যে তর্কবির্তক হয়। এ ক্ষোভে ছেলে বিকালে নিজের ঘরে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার পরিবারেের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।