বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর মৃত্যুতে কাউন্সিলর সজলের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল।

সোমবার ২০ এপ্রিল এক বিবৃতিতে নাজমুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার চাচার মৃত্যুতে আমি একজন অভিবাবক হারালাম। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার বহু আগে থেকে সাত্তার চাচা আমাকে চলার পথে বিভিন্ন সময় দিক নিদের্শনা প্রদান করেছেন। আমি জনপ্রতিনিধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চলার পথে সর্ববিষয়ে সাত্তার চাচার অবদান ছিল অপরিসীম। তিনি সব সময় আমাকে আমার ওয়ার্ডবাসীর জন্য কল্যাণকর কাজের ব্যাপারে পরমার্শ দিয়েছেন, উপদেশ দিয়েছে এবং নিজেও সকল ভাল কাজগুলো সর্বাত্মক সহযোগীতা করেছেন। তার মৃত্যুতে আমি যেমন আমার একজন অভিভাবক হারিয়েছি ঠিক তেমনি দেওভোগবাসী হারালো নারায়ণগঞ্জের রাজনীতি থেকে একজন চৌকস রাজনীতিবিদকে। যা বৃহত্তর দেওভোগবাসীর জন্য অপূরনীয় ক্ষতি হয়ে থাকবে। আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেই সাথে আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 উল্লেখ্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ২০ এপ্রিল সোমবার সকালে নগরীর পশ্চিম দেওভোগ পানির ট্যাংকি এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি উয়া ইন্না ইলাইহী রজিউন)। তার বয়স হয়েছিলো ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী পাঁচ ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। সোমবার বাদ যোহর দেওভোগ মাদ্রাসায় মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে পাইকপাড়া বড় কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার তার জীবদ্দশায় কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পল্লী উন্নয়ন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

add-content

আরও খবর

পঠিত