নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বিকেএমইএ-এর পরিচালক নির্বাচিত হওয়ায় মো. কবির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন সন্ধি। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর ) বিকালে দেওভোগ কৃষ্ণচুড়া চত্ত্বরে তাকে অভিনন্দন জানায় নেতৃবৃন্দরা।
এদিকে দিন ব্যাপী তাকে সংবর্ধনা জানাতে তার বাড়ির সামনে অসংখ্য শুভাকাঙ্খির ভিড় দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, সংগঠনের উপদেষ্টা সরকার আলম, সভাপতি সাগর, সহ-সভাপতি সালাউদ্দিন, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, কোষাদক্ষ মমিনুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মো. কবির হোসেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) এবং সৃষ্টি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।