বাণিজ্য মেলায় ২ হাজার পাটের ব্যাগ উপহার দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রপ্তানি বৃদ্ধি জাতির সম্বৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত বাণিজ্য মেলায় বিকেএমইএ এর সভাপতি ও ব্যবসায়ী নেতা হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সেলিম ওসমানের পক্ষ থেকে ২ হাজার পাটের ব্যাগ উপহার দেওয়া হয়।

সোমবার ১ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রপ্তানিকারকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও অতিথি সম্মানিত হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম,  ও বাংলাদেশের নীটওয়্যার খাতের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর (বিকেএমইএ) সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

বিকেএমইএ একদিকে যেমন দেশে উৎপাদিত নীটপণ্যের গুণগত মান নির্ধারণ, নিয়ন্ত্রন, শ্রমিকদের বেতন-ভাতা, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা তদারকি করে। তেমনি দেশের নীট পণ্য বিশ্বব্যাপী রপ্তানি, বাজারজাতকরণ ও নতুন বাজার অনুসন্ধানের মাধ্যমে নীটওয়্যার রপ্তানিতে দেশকে শীর্ষ আসনে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিকেএমইএ। যার ফলে দেশের বর্তমান জিডিপিতে ৪ দশমিক ৯৫ শতাংশ এবং রপ্তানি বাণিজ্যে ৩৯ দশমিক ৪৭ শতাংশ অবদান রেখে চলেছে নীটওয়্যার খাত এবং ২০১৬-১৭ অর্থবছরে মোট নীটওয়্যার পণ্য রপ্তানির পরিমান ছিলো ১৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

add-content

আরও খবর

পঠিত