বন্দর ২২ নং ওয়ার্ডের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ): স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগনের অংশগ্রহন নিশ্চিতকরণের লক্ষে জাইকার অর্থায়নে চলমান সিটি গভার্নেন্স প্রকল্প (সিজিপি) এর আওতায় ২২ নং ওয়ার্ডের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এ উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সুলতান আহাম্মেদের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারি সচিব আবুল বাসার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী হাসানুল ইসলাম, জাইকা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও টেক্স আদায়কারি রবিউল ইসলাম প্রমুখ। উন্মুক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর কাজী নাসির, বীরমুক্তিযোদ্ধা জব্বার সরদার, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলামসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উন্মুক্ত আলোচনা সভা পরিচালনা করেন ২২ নং ওয়ার্ডের সমাজ সেবক পনির ভূঁইয়া। আলোচনা সভায় এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী এলাকার সমাজ সেবক ও জাপা নেতা কিরন মোল্লা, হাজী মোঃ জালাল উদ্দিন, সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উন্মুক্ত আলোচনা সভায় এলাকাবাসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সফল মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর প্রশংসা করে বলেন, আমরা ওয়ার্ডবাসী সিটি কর্পোরেশন থেকে যা চেয়েছি তার চেয়েও  অনেক বেশী পেয়েছি। আমাদের ওয়ার্ডে বর্তমানে তেমন কোন সমস্যা নেই। তবে ২২ নং ওয়ার্ডে প্রর্যাপ্ত পরিমান ডাষ্টবিন না থাকায় এ ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। রাস্তা ঘাট ও ড্রেনেজের কোন সমস্যা নেই এ ওয়ার্ডে। পরিশেষে কাউন্সিলর সুলতান আহাম্মেদ বলেন, আমার ওয়ার্ডবাসীর সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই।

add-content

আরও খবর

পঠিত