বন্দর হালুয়াপাড়ায় মামলাকৃত জায়গার গাছ কেটে নিচ্ছে ভূমিদস্যু বাতেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের কামতাল হালুয়াপাড়া এলাকার প্রতারক ভূমিদস্যু একাধিক মামলার আসামী বাতেন ভূইয়ার নজর পরেছে প্রতিপক্ষের গাছের দিকে। আদালতে মামলা চলমান থাকার পরও প্রভাব খাটিয়ে প্রকাশ্যে উক্ত এলাকার তৈয়ম আলী ও আমেনা বেগম, স্বাধীন-গং-এর বসতি বাড়ির আঙ্গিনার গাছ কেটে সু-মিলে বিক্রি করছে বাতেন ভূইয়া। এ ব্যাপারে তৈয়ব আলী ও আমেনা বেগম ন্থানীয় মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে গাছ কাটতে বাধা দিলেও কোন প্রতিকার না পেয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, কামতাল হালুয়াপাড়া এলাকার আঃ বাতেন ভূইয়া একজন চিহ্নিত প্রতারক। তার বিরূদ্ধে প্রায় ১০/১২ টি মামলা রয়েছে। আপর বোনসহ এলাকার বিভিন্ন নিরীহ মানূষের জায়গা দখলসহ নানাভাবে হয়রানী করে  আসছে। এলাকার গন্যমান্য ব্যাক্তিরা ও তার কর্মকান্ডে অতিষ্ট হয়ে পরেছে। অসহায় লোকজন তাদের জমি ফিরে পেতে আদালতে মামলাও করেছে। এদিকে আদালতের মামলাতে তোয়াক্কা না করে বাতেন ভূইয়া খেতের ফসল ও বাড়ির গাছ কেটে নিচ্ছে। হয়রানীর শিকার হয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। দিন দিন বেপরোয় হয়ে উঠছে বাতেন ভূইয়া । এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।

add-content

আরও খবর

পঠিত