নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মধুকুঞ্জখ্যাত বন্দর থানার মদনপুরের শাইরা গার্ডেনে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে অর্থ লোভী ব্যক্তিরা। দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও মদনপুর-নরসিংদী মহাসড়কের পাশে গড়ে ওঠা শাইরা গার্ডেনে অসামাজিক কার্যকলাপ বন্ধে ইতিপুর্বে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে। এরপর প্রশাসনের নজরদারীর কারনে কিছুদিন বন্ধ থাকার পর আবারও চালু হয় অসামাজিক কার্যকলাপ।
স্থানীয়রা জানায়, বিভিন্নস্থান থেকে প্রাইভেটকারসহ দামী গাড়ীতে করে যুবক-যুবতীরা সকাল থেকে রাত অবধী শাইরা গার্ডেনে প্রবেশ করে। এখানে ছোট বড় ২০ থেকে ২৫টি কক্ষ রয়েছে। একেকটি কক্ষ ভাড়া দেওয়া হয় ৪ থেকে ৫ হাজার টাকা। এখানে দূরদুরান্ত থেকে প্রেমিক-প্রেমিকা ও স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা এসে এসব লাক্সারিয়াস কর্টেজ ভাড়া কওে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। দিন রাত অবাধে এখানে চলে অবৈধ কার্যকলাপ। শাইরা গার্ডেনের অসামাজিক কার্যকলাপে শেল্টার ও আশপাশে মাদক ব্যবসার নেতৃত্ব দিচ্ছে স্থানীয় মেম্বার খলিলুর রহমান ও তার সহযোগীরা। খলিল মেম্বারের ভায়রা কামাল, শ্যালক মারুফ (ডিবি পুলিশের হাতে বিপুল ইয়াবাসহ গ্রেফতার হয়েছে সম্প্রতি) মাদক ব্যবসায়ী বাঁশ রুহুলের তত্বাবধানে শাইরা গার্ডেনকে ঘিরে মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে। শাইরা গার্ডেনের পাশে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেন্সিডিল, বিয়ার, বিদেশী মদসহ মাদকদ্রব্য। ভেতরে নারী দেহ ব্যাবসা ও বাইরে মাদকের একাধিক স্পট এলঅকার পরিবেশ নষ্ট করছে বলে স্থানীয়রা জানায়।
মদনপুর শাইরা গার্ডেনের অদূরে অবস্থিত নাজিমউদ্দিন ভূইয়া ডিগ্রি কলেজ ও রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা জানায়, মধুকুঞ্জখ্যাত শাইরা গার্ডেন বন্ধের দাবিতে মানব বন্ধন করেছি। এরপর কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে অবৈধ কার্যকলাপ। অভিযোগ রয়েছে, মদনপুরের নব্য গডফাদার খলিল মেম্বার, শীর্ষ সন্ত্রাসী কাবিলা, মাদক স¤্রাট বাঁশ রুহুল ও খলিলের ভায়রা কামালসহ অন্যান্যদের তত্বাবধানে শাইরা গার্ডেনে অবৈধ কার্যকলাপ ও মাদক ব্যবসা চলে আসছে। প্রভাবশালী চক্র এই বাহিনীর সহায়তায় শাইরা গার্ডেনের বিরুদ্ধে আন্দোলনকারীদের হুমকী-ধমকী দিয়ে দমিয়ে রেখেছে। গার্ডেনের মালিক পক্ষ প্রসাশনের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে স্থানীয় এসব ক্যাডারদের শেল্টারে দীর্ঘ দিন যাবৎ অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। অবিলম্বে এই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু মধুকুঞ্জখ্যাত শাইরা গার্ডেনে অবৈধ কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী।