নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকায় ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বন্দর থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আলীনূরের উদ্যেগে, ৭০ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজ্বী এম এ সালামের ব্যাক্তিগত কার্যালয়ের সামনে ঝঁমকালো পরিবেশে, আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি নেতাকর্মীদের বলেন, ছাত্রলীগ বাংলাদেশের উন্নয়ন চায় এবং উন্নয়ন করেন। তাই আগামী ৬ই জানুয়ারী ফতুল্লা ঈদগাহ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। আপনারা সবাই ৬ই জানুয়ারী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান সুজন, সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, মো. আরিফ হোসেন, আরাফাত রহমান জুম্মান, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান নান্নু, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক মো. আজিজুর রহগমান, আইন সম্পাদক হাবিবুল্লাহ রানা, কর্ম বাস্তবায়ন সম্পাদক মনির হোসেন, গনশিক্ষা সম্পাদক মামুন মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা পাভেল, মো. হামিদ, মো. মামুন, মো. ইকরাম, শুভ মিয়া, মো. রাসেল।
এদিকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, মেঘনা উপজেলার আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব আফজাল সরকার টিপু।
অন্যদিকে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগ নেতা মো. সিহাব, মোরছালীন, সুমন, মিজান, শান্ত, অহিদুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আলীনুরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উৎসব মূখর পরিবেশে উপস্থিত নেতাকর্মীরা মোনাজাতের পর ৭০ পাউন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আলিনূর বন্দরে সবচেয়ে বড় কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায়, ইতিমধ্যে নেতাকর্মীরা তাকে ধন্যবাদ জানান।