বন্দরে সিমেন্ট ফ্যাক্টরীগুলি পরিবেশ দূষন করছে : শুক্কুর মাহামুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে, নি¤œ আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের মার্যাদায়। নিজেস্ব অর্থায়নে পদ্মাসেতু, শতশত কালভার্ট, ফ্লাইওভারসহ প্রত্যন্ত গ্রাম-গঞ্জে নিরবিচ্ছিন্নভাবে বিদুৎত পৌছে দিয়েছেন। ১২ মে শনিবার বিকেল ৪টায় মদনগঞ্জ বটতলা চত্বরে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কেন্দ্রীয় নেতা শুক্কুর মাহামুদ আরো বলেন, শেখ হাসিনার সরকার শ্রমবান্ধব সরকার। তাই তিনি গামেন্টর্স শ্রমিকসহ সকল সেক্টরের শ্রমিক মজুরি নূন্যতম ১৮ হাজার টাকায় উন্নীত এবং আদমজী জুট মিলসহ বন্ধ হয়ে যাওয়া সকল গার্মেন্টস, কল কারখানা চালু করার দাবী জানান। এ ছাড়াও বিভিন্ন কল কারখানার বর্জ্যরে কারনে শীতলক্ষা নদীর পানি দূষিত হয়ে পরেছে। সে সাথে সিমেন্ট ফ্যাক্টরী গুলি চরমভাবে পরিবেশ দূষন করছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ন। এ ছাড়াও তিনি নারায়ণগঞ্জ ৫টি আসনে নৌকা প্রতিক দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হবে। নারায়ণগঞ্জ ৫টি আসনে নৌকার প্রাথীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।

বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিতে জাতীয় শ্রমিকলীগ  জেলা, মহানগর, বন্দর থানা, সোনারগাঁ থানা, রুপগঞ্জ থানা যুব ও মহিলা জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাইনউদ্দিন আহাম্মেদ বাবুল, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শরফুউদ্দিন সুজন,জেলা মহিলা ম্যমিকলীগের সাধারন সম্পাদক উমাইয়া বেগম সুমী,  মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ আলী হোসেন, বন্দর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাফিয়ান। শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন বন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি মাহাবুব চৌধূরী, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মুন্সি, বন্দর থানা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল, শ্রমিকলীগ নেতা মোঃ সোহেল, মজিবর রহমান, সবুজ শিকদার ও মঞ্জুর আহাম্মেদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত