নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মো: রুবেল (৩০)নামের এক সিএনজি চালকে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে হত্যা করেছে। এসময় নিহতের স্ত্রী ও বড় ভাই আহত হন। এ ঘটনায় ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৫জন একটি হত্যা মামলার আসামী।
রবিবার রাতে নবীগঞ্জের কদমতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রুবেল মৃত বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন ওরফে আজগরের ছেলে। তার হাসান নামে দুই বছরের কে সন্তান রয়েছে।
নিহতের ভাই পাভেল জানান, রোববার রাত ৯টা দিকে তার ভাই সিএনজি বন্ধ করে বাড়িতে আসে। কিছুক্ষন পর ঘরের বাইরে আসে। এসময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সনেট, তানজিল, সাজেন, রুমান, হৃদয়, হাসিম গংরা রুবেলকে এলোপাথারী কোপাতে থাকে। তার চিৎকারে তার স্ত্রী ও আমার বড় ভাই আলামিন এগিয়ে গেলে তাদের আহত করে।
এক পর্যায়ে ঘাতকরা শ্লোগান দিতে দিতে এলাকা ত্যাগ করে। পরে রুবেলকে প্রথমে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে তারা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিসিওতে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। রাতেই সে মারা যায়। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে হয়তো দুপুরের পর এলাকায় আনা হবে।
এ ঘটনায় রাতেই নিহতের বড় ভাই বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মন্ডল জানান, হত্যাকান্ডের ঘটনায় ৬ জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। রাতেই নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
হত্যার নেপথ্যের কারণ হিসেবে তিনি বলেন, এজাহার ভুক্ত ১ নাম্বার আসামী সনেট এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়ায় সনেট তাকে মারধর করে। তখন নিহত রুবেলসহ এলাকার লোকজন সনেটকে বাধা দেয়। এবং বলে ও যেন মাদক ব্যবসা না করে আমরা বিচার করে দিবো। তুমি ওরে মারধর করো না। এই প্রতিবাদ করায় সনেট গংরা রুবেলের উপর চড়াও হয় পরে ঘটনাটি ঘটে।