বন্দরে সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলায় ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও কৃতিত্ব অর্জণকারী বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনানুষ্ঠান শনিবার সকাল ১১ টায় দড়ি সোনাকান্দাস্থ হেভেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মজিব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বোর্ড ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দুভূষন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহমুদা আক্তার, বন্দর উপজেলা (ইউআরসি) ইনস্ট্রাক্টর নাজনীন শিরিন সুলতানা,লক্ষীপুর রামগতির (ইউআরসি)ইনস্ট্রাক্টর কল্পনা রানী মন্ডল ও কিশোরগঞ্জ ভৈরব উপজেলা ইনস্ট্রাক্টর বেলাল হোসাইন।

উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগমের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক এম এ হালিম সরকার মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আনোয়ারুল হাসান, বন্দর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ৪৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ জাকির হোসেন, লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোশারফ হোসেনসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মনিরুজ্জামান, সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক হাজী আজিবুর রহমান, সহকারি শিক্ষক শেখ কামাল, ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রিয়াজউদ্দিন,আবদুর রব লাবু,মোঃ শাহ আলম,খোরশেদ মোল্লাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও কৃতিত্ব অর্জণকারী শিক্ষার্থীদের সংবর্ধণা প্রধাদ করেন। এদের মধ্যে ৩০ জনকে ট্যালেন্টপুলে ও ৩৫ জনকে সাধারন গ্রেডে এ ক্রেস বিতরণ করেন।

add-content

আরও খবর

পঠিত