বন্দরে রুবেল হত্যার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে রুবেল হত্যার প্রতিবাদে ও মাদক ব্যবসায়ীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী। শুক্রবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে প্রায় পাঁচশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে নবীগঞ্জ রেললাইন এলাকায় ঢাকা-মদনগঞ্জ সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সুষ্ঠু বিচার পাওয়া যাবে পুলিশের এমন আশ্বাসে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন।

এর আগে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে নিহতের স্বজনরা ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, নবীগঞ্জ এলাকায় দীর্ঘদিন যাবত অবাধে মাদক ব্যবসা চলছে। এর প্রতিবাদ করার কারণেই মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করেছে।

নিহত রুবেলের ভাই মামলার বাদী সুমন জানান, পুলিশ ছয় আসামীকে গ্রেফতার করলেও এখনো মূল আসামীরা আত্মগোপনে থেকে মামলা তুলে নিতে তাকেসহ পরিবারের অন্যান্যদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় তাদের পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী এই হত্যাকান্ডে জড়িত সব আসামীকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচী পালনের হুঁশিয়ারী দেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

তবে মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক জানান, এজাহারভুক্ত আসামীদের একজনকে ছাড়া বাকীদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক আসামীরা সহ হত্যাকান্ডে জড়িত অন্যন্যদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

হুমকির বিষয়ে তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত আটটার দিকে নবীগঞ্জ কদমতলী এলাকায়  মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের ছেলে সিএনজি চালক রুবেলের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। স্থানীয় মাদক ব্যবসায়ী ও তাদের অর্ধশত লোক রুবেলকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

add-content

আরও খবর

পঠিত