নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে রাসেল খান (৩০) নামে এক রিকশা চোরকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে থানার চৌকশ সাব-ইন্সপেক্টর আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে নবীগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতারে সক্ষম হন। তবে পালিয়ে অল্পের জন্য রক্ষা পায় বিল্লাল (৩৫) ও আল আমিন(৪৫)নামে তার আরো দুইসহযোগী।
এ ব্যাপারে জনৈক রিকশা চালক সাইফুল ইসলাম রতন বাদী হয়ে রোববার রাতেই বন্দর থানায় একটি মামলাা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, নবীগঞ্জ কলেজ রোড এলাকার ভাড়াটিয়া নুরুল ইসলামের ছেলেল সাইফুল ইসলাম রতন রোববার বিকেল সাড়ে ৫টায় সালেহনগর এলাকার একটি গ্যারেজ হতে ব্যাটারী চালিত রিকশা ভাড়া নেয়। রাত পৌণে ১১টায় সুদূর বরিশাল জেলা বুখাইনগর গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল খানসহ আরো অজ্ঞাতনামা ৩জন নবীগঞ্জ বাজার হতে ফেরীঘাটে যাওয়ার জন্য তার রিকশায় ওঠে। ফেরি ঘাটের সামনের একটি বাড়ির ভিতরে গিয়ে তাকে ক্যারম বোর্ড আনার জন্য পাঠায়। সরল বিশ^াসে রতন রিকশা রেখে ভেতরে গিয়ে কোন কিছু না পেয়ে ফেরত এসে দেখেন তার রিকশা নিয়ে পালিয়েছে চোরেরা। রাত সোয়া ১১টার সময় চালক রতন রিকশা চোরদের দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করলে আশ পাশের লোকজন চোর রাসেলকে আটক করে।
এ সময় খবর পেয়ে বন্দর থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হুসাইন ধৃত রাসেলের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।