বন্দরে বাউন্ডারী পিলার ভাংচুর করেছে প্রতিপক্ষরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ক্রয়কৃত সম্পত্তী দখলে ব্যার্থ হয়ে বাউন্ডারী দেয়ালের পিলার ভাংচুর করে ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষর খালিদ বিন আনিছ গং।   বুধবার সকালে বন্দর থানার মদনগঞ্জ ট্রলারঘাট এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে।

এ ব্যাপারে মোসাদ্দেক আহাম্মেদ বাদী হয়ে ৫ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের আমলাপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে মোসাদ্দেক আহাম্মেদের শ্বশুড়ী শরিফা বেগম মদনগঞ্জ ম খন্ড মৌজাস্থ আরএস ১৩ ৮১৪ দাগের ৩১৬ শতাংশ সম্পত্তী ওয়ারিশ সূত্রে মালিক হয়ে র্দীঘ দিন ধরে ভোগ দখল করে আসচ্ছে। এতে চোখ পরে যায় ফরাজিকান্দা এলাকার মৃত ডা. আনিসুজ্জামানের ছেলে খালিদ বীন আনিছ গং এর। বিবাদী খালিদগং র্দীঘ দিন ধরে  শরিফা বেগমের ওয়ারিশ সম্পত্তী দখলের পায়তারা করে আসচ্ছে।

এ ব্যাপারে এর জের ধরে বুধবার সকাল ৯টায় প্রতিপক্ষ খালিদসহ একই এলাকার আকরামুজ্জামান মিয়ার ২ ছেলে পাভেল ও মারুফ একই এলাকার নাসিম মিয়ার ছেলে রনক ও মৃত ইসহাক মিয়ার ছেলে ইউনুছ  ওয়ারিশ সম্পত্তী দখলে ব্যার্থ হয়ে বাউন্ডারী দেয়ালের ২টি পিলার ভাংচুর করে আর্থিক ক্ষতি সাধন করে। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোাগ দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত