নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের বন্দরে অপ্রতিরোধ্য দেশের -অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিন ব্যাপী ফল ও বৃক্ষ মেলা-২০১৮ এর উদ্বোধন করা হবে আজ ২৮ আগষ্ট মঙ্গলবার। এ উপলক্ষে আজ মঙ্গলবার বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গন উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আবুল জাহের।
সেমিনারে -অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা- প্রতিপাদ্য শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখবেন বন্দর উপজেলা কৃষি অফিসার ড.মোস্তফা এমরান হোসেন। এ সময় ড.মোস্তফা এমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ, ১৫ দিন ব্যাপী এ মেলার প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দেশি-বিদেশী বিভিন্ন ফলের চারা ও নানা প্রজাতির বৃক্ষের সমারোহে সাজানো এ মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ড্রাগন ফুল ও ছাদে বাগান তৈরি শীর্ষক বিশেষ প্রামাণ্য চিত্র।