বন্দরে পিএসসি পরিক্ষার প্রথমদিনে অনুপস্থিত-১৮৬

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সারাদেশের ন্যায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা। রোববার সকাল সাড়ে ১০টায় হতে সাড়ে ১২টা পর্যন্ত  ইংরেজি পরিক্ষার মধ্যদিয়ে বন্দরের মোট ১১টি কেন্দ্রে এ পরিক্ষার সূচনা হয়। এবারের পিএসসি পরিক্ষায় বন্দরের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী মাদ্রাসার ৫হাজার ৮শত ৬১জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। যার মধ্যে ২হাজার ৭শত ২১জন ছাত্র ও ৩হাজার ১শত ৪০ জন ছাত্রী শিক্ষার্থী রয়েছে। পরিক্ষায় কোন ধরনের নকল, প্রশ্নফাঁস  বা কোন শিক্ষার্থীর পরিক্ষা বাতিলের কোন খবর পাওয়া যায়নি। তবে প্রথম দিনেই অনুপস্থিত ছিলো ১শত ৮৬শিক্ষার্থী।

এদিকে পরিক্ষা শুরুর পরপরই বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীসহ পরিক্ষা পর্যবেক্ষক কমিটি বন্দরের ১১টি কেন্দ্রই পরিদর্শন করে।

এ ব্যপারে বন্দর উপজেলা নবাগত  শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন জানান, অত্যন্ত শান্তিপূর্ন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের পিএসসি পরিক্ষা। নকলমুক্ত ও প্রশ্নফাঁস এড়াতে শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

add-content

আরও খবর

পঠিত