নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দও সংবাদদাতা ) : বন্দর থানা ও ধামগড় পুলিশ ফাঁড়ীর পৃথক অভিযানে ২ নারী মাদক ব্যবসায়ীসহ ৭ মাদক কারবারীকে গ্রেফতার করলেও পালিয়ে গেছে শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা সাইদ । বুধবার রাতে থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় ধৃতদের কাছ থেকে ১শ৪৩পিছ ইয়াবা ট্যবলেট উদ্ধার করেছে পুলিশ।
ধৃতরা হলেন বন্দর সাবদি এলাকার সাঈদ মিয়ার স্ত্রী সেলিনা (২২),মৃত বাতেন মিয়ার স্ত্রী মোসা: কমলা(৫৫), আক্তার হোসেনের ছেলে আরিফ (১৯), আ: রব মিয়ার ছেলে আলাল(৩০), হাজরাদী চানপুর এলাকার মজিবর মিয়ার ছেলে আলমগীর (২৮), নারায়নগঞ্জ ফতুল্লা ফাজেলপুর এলাকার মনির শেখের ছেলে বাবু (২১) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে সিফাত হোসেন শাওন(২২)।
জানা গেছে, বন্দর থানার এসআই সালাউদ্দিন ও এএসআই ইলিয়াসখান টাইগার সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাবদী দীঘলদী শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা সাঈদের বসতঘরে অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী চক্র সাঈদের ঘরে বসেই মাদক সেবন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা সাঈদের স্ত্রী ও তার মায়ের সহযোগীতায় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ইয়াবা সাঈদকে পালাতে সহায়তা করায় ৩৩পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী মাদক কারবারীসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
অপরদিকে ধামগর পুলিশ ফাঁড়ীর এএসআই বিজয় সুত্রধর ধামগর বাজার এলাকায় মাদক বিক্রিকালে মাদক ব্যবসায়ী বাবু ও শাওনকে ১শ ১০পিছ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। যার নং ৬৫ (০৮)১৮ ও ৬৭(০৮)১৮ইং। ধৃতদেরকে বৃহস্পতিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।