নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৮৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী রাজিব।
মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ১২(৬)১৮, ১৩(৬)১৮ ও ১৪(৬)১৮।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার পিএসআই আব্দুল আলীমসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাহামুদনগর এলাকার সুজনের মুদি দোকানে অভিযান চালায়। অভিযানের সময় ৪ গ্রাম হেরোইনসহ দড়ি- সোনাকান্দা এলাকার সাহাবুদ্দিনের বাড়ী ভাড়াটিয়া জামান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মুন্না (৩৬)কে গ্রেফতার করে।
অপরদিকে ওই দিনই বিকেলে বন্দর থানার উপ-পরিদর্শক হামিদুলসহ সঙ্গীয় ফোর্স সোনাকান্দা তেঁতুল তলা এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দড়ি-সোনাকান্দা এলাকার বড় জাহান মিয়ার ছেলে চিহিৃত ইয়াবা ব্যবসায়ী দ্বীন ইসলাম (২৭)কে গ্রেপ্তার করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোনাকান্দা এলাকার পারুল মিয়ার ছেলে রাজিব (৩২) কৌশলে পালিয়ে যায়।
এ ছাড়াও বন্দর ফাঁড়ীর উপ-পরিদর্শক সামছুল আলমসহ সঙ্গীয় ফোর্স বুধবার ভোরে নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার হাবিব মিয়ার বাড়ী সামনে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে মিন্টু ওরফে শিপন (২৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের পৃথক মাদক মামলায় বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।