নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা বলেছেন, সোনারগাঁয়ের উন্নয়নে এবার আমি দ্বিগুন কাজ করে যাবো। সারাদেশে সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর সপ্নের ন্যায় সোনারগাঁয়েও উন্নয়ন হবে। এর বাস্তবায়ন করতে আগামীতে সোনারগাঁয়ে একটি রাস্তাও কাচা থাকবেনা। সব কয়টি রাস্তা পাকা করা হবে। কোথাও সাকু দিয়ে চলাচল করতে হবে না। সবকয়টি ব্রীজে রুপান্তরিত করা হবে। সড়কগুলো সর্বনিম্ন ২৪ফুট প্রশস্ত হবে। আর আগামী এক বছরের মধ্যেই নুনের টেক এলাকায় কাজ শুরু হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে উন্নত আধুনিক মান সম্পন্ন।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকালে বারদী আশ্রম মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোনারগাঁ উপজেলা জনপ্রতিনিধি ফোরাম এ সংবর্ধনা অনুষ্ঠানটির আযোজন করেন।
তিনি আরও বলেন, আজ আমাকে আপনারা সংর্বধনা দিতে যে আয়োজন করেছেন এতে আমি সত্যিই বিস্মিত! তবে এই সংর্ধবনা যে বিজয়ের জন্য, তা আপনাদের জন্যই সম্ভব হয়েছে।তাই সোনারগাঁবাসীর জন্য এ সংবধর্না উৎসর্গ করলাম। একটি কুচক্র মহল জামাত-বিএনপির সাথে আতাত করে আমাকে পরাজয় করার অনেক চেষ্টা চালিয়েছে। বঙবন্ধুর কন্যা আমাকে কেন এত আদর করে। কেনই বা আমাকে মনোনয়ন দিলো, তাই মহাজোটকে হারাতে একটা বেয়াদব দল ষড়যন্ত্র করেছিলো। যারা নেতৃর সাথে বেয়াদবী করে। কিন্তু তারা সফল হতে পারিনি।
অনুষ্ঠানে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে অন্যদের উপস্থিত ছিলেন, সাংসদ লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, জাতীয় পার্টির থানা সভাপতি মো. আলী প্রমূখ।