ফতুল্লায় ১২ ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ১২ জন ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাহমুদপুর পাকার মাথা এলাকার বায়তুল হুদা মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে র‍্যাব-১১।

গ্রেফতার ওই মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা মো. আল আমিন। তিনি বায়তুল হুদা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। আটকের সময় তার মোবাইল ও অফিসের কম্পিউটার থেকে অনেক পর্নো ভিডিও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) জানান, মাদ্রাসার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২ জন ছাত্রী ওই শিক্ষকের ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণেই মো. আল আমিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানোনো হবে বলেও জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত