প্রেমের সম্পর্ক গড়ে অশ্লীল স্থিরচিত্র ধারণ, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পনোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় সুশান্ত সাহা (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১এর একটি দল। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। শনিবার ( ১৯ অক্টোবর ) তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠিয়েছে। সে স্থানীয় গোপালদী পৌরসভাধীন উলুকান্দী এলাকার প্রদীপ কুমার সাহার ছেলে। এর আগে শুক্রবার রাতে একই এলাকার এক যুবতী তাকে প্রধান আসামি করে মামলা করেন।

বাদী এজাহারে উল্লেখিত করেন, ২০১৭ সাল থেকে তার সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই সুবাদে বিভিন্ন সময় বিনোদন কেন্দ্রে ঘুরতে নিয়ে সুশান্ত সাহা তার সঙ্গে বেশ কিছু অশ্লীল স্থিরচিত্র মোবাইলে ধারণ করে রাখে। পরে এসব ছবি বন্ধু-বান্ধবকে সরবরাহ করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে বাদীকে আরও কিছু অশ্লীল ভিডিও এবং স্থিরচিত্র দিতে বাধ্য করা হয়।

তিনি মামলায় আরও উল্লেখ্য করেন, এক পর্যায়ে তাকে শারীরিক সর্ম্পক গড়ে তোলারও প্রস্তাব দেয়া হয়। তাতে তিনি রাজী হচ্ছিলেন না। পরে স্থানীয় এক নারীর মোবাইলে পূর্বে ধারণকৃত কিছু ভিডিও এবং স্থিরচিত্র সরবরাহ করা হয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

add-content

আরও খবর

পঠিত