নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিকেএমইএ এর পরিচালক ও মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন বলেছেন, শহরের অলি-গলিতে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়ে থাকে। কিশোররা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এবং স্কুলের সামনে ইভটিজিং করে। এসব অপরাধ দমনে প্রশাসনকে সকলে সহযোগীতা করলে অতি দ্রুত দমন করা সম্ভব হবে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় সিসি টিভির ব্যবস্থা করলে আমি মনে করি অপরাধ অনেকটাই কমে আসবে।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শহরের দেওভোগ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পুলিশের ওপেন হাউজ ডে (উন্মুক্ত দিবস) অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( ক- সার্কেল ) মো. মেহেদী ইমরান সিদ্ধিকী।
তিনি আরো বলেন, শহরের দেখা গেছে গভীর রাত পর্যন্ত ডিজে পার্টি হয়। এসব ডিজে পার্টির বক্সের শব্দে দেখা যায় বৃদ্ধদের রাতে ঘুমাতে সমস্যা হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় সমস্যা হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলছি এব্যপারে ব্যস্থা নেয়ার জন্য।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার ( অপারেশন ) ইনস্পেক্টর আব্দুল হাই, বিকেএমইএ পরিচালক মো. কবির হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম সিদ্দিকী, দেওভোগ পোষাক প্রস্তুত কারক মালিক সমিতির সাধারন সম্পাদক বাবুল দেওয়ান, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি।
এছাড়াও উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন শিকড় এর সাবেক সভাপতি দিনার, সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি নুর উদ্দিন সাগর, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, মানুষের জন্য আমরা সংগঠনের সভাপতি ইসহাক হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক মাসুদ রানা লাল, বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন উল্লাসের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।