নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে শুক্রবার রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার শম্ভুপুরা ইউপির ভিটিকান্দী গ্রামের সৌদি প্রবাসী নায়েব আলীর বাড়িতে শুক্রবার রাতে ১৫-২০ জনের একটি মুখোশধারী ডাকাতদল সিএনজি ও মোটরসাইকেল যোগে হানা দেয়। এসময় বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙ্গে ৭০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ ৭৬ হাজার টাকা ও চারটি মোবাইল দুটি ল্যাপটপ লুট করে তারা।
অপরদিকে একই সময় নায়েব আলীর ভাই মঞ্জুর আলীর ঘরে ঢুকে মঞ্জুর, কবিতা, দিপু ও ইমরানকে হাত-পা বেঁধে নগদ এক লাখ ৬৫ হাজার টাকা চারটি মোবাইল লুট করে। এসময় ডাকাতির বিষয়টি এলাকবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
সৌদি প্রবাসী নায়েব আলীর ভাই মঞ্জুর আলী জানান, রাতে আড়াইটার দিকে ডাকাতদল আমার বাড়িতে হানা দেয়। এসময় পরিবারের সবাইকে বেঁধে ফেলে। চিৎকার করলে হত্যার হুমকি দেয়া হয়। গত বছরও আমার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই সময় ডাকাতদল আমাকে কুপিয়ে আহত করেছিল।
ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরমধ্যেই ডাকাতির ঘটনায় আমরা কাজ শুরু করেছি। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।