পল্লি বিদ্যুৎ গ্রাহক সেবার ষ্টলটি অন্যতম : রকিব হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪: বন্দর উপজেলা উন্নয়ণ মেলায় প্রথম দিনেই তাৎক্ষনিক ভাবেই নতুন সংযোগ সেবা দিচ্ছে বন্দর পল্লি বিদ্যুৎ সমিতি জোনাল অফিস। বৃহস্পতিবার বন্দর উপজেলা প্রাঙ্গনে গ্রাহক সেবার এ ষ্টলটি পরিদর্শণ করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রকিব হোসেন।

পরিদর্শন শেষে পল্লি বিদ্যুতের দ্রুত গ্রাহক সেবার এ ষ্টলের কর্মকান্ড দেখে তিনি বন্দর পল্লি বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি ডিজিএম আশরাফুল আলম খানের ভূয়সী প্রশংসা। তিনি বলেন, মেলায় এই পর্যন্ত ৩৫টি ষ্টলের মধ্যে দ্রুত বিদ্যুৎ সংযোগের এ ষ্টলটি গ্রাহক সেবার অন্যতম ষ্টল। সুবিধা বঞ্চিত গ্রাহকরা সহজেই এই মেলায় এসে আবেদনপত্র পূরণ করার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পেতে পারে। স্বল্প খরচে কিভাবে মানুষ বিদ্যুৎ ব্যবহার করবে এই সম্পর্কে এখানে ধারণা পাবে।

এছাড়া নতুন উদ্ভাবনের ভাবনা সম্পর্কেও মানুষ নতুন কিছু শিখতে পারবে। এ সময় পল্লি বিদ্যুতের ডিজিএম আশরাফুল আলম খান বলেন,২০২১ইং সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার ভিশন। গ্রাহক কিভাবে নতুন সংযোগ পাবে তা এখান থেকে জানতে পারবে এবং এখানেই তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হচ্ছে। পল্লি বিদ্যুতের ওয়ারিং পরিদর্শন দিপক কুমার দাস জানান,উন্নয়ণ মেলার প্রথম দিনে পল্লি বিদ্যুৎ ষ্টলটিতে ৫৭টি আবেদন জমা পড়েছে। যারাই আসছে ধীরে ধীরে সকলকে সেবা দেওয়ার চেষ্টা করছে।

এছাড়াও আমাদের অনলাইনে আবেদন করার সুযোগ আছে। এ সময় জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রকিব হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু ব্যাপারী,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,বন্দর থানা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধাএমএ রশিদ,ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,বন্দর পল্লি বিদ্যুতের ডিজিএম আশরাফুল আলম খান,নাঃগঞ্জ সদরের এজিএম সদস্য সেবা মালিখ মোঃ ইয়াহিয়া,এজিএম মোঃ আব্দুস সালাম,মোঃ সোলায়মান,ওয়ারিং পরিদর্শক দিপক চন্দ্র দাস ও জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন টিইউসি আওলাদ হোসেন,মহিদুল ইসলামসহ ইলেকট্রিশিয়ান বৃন্দ।

add-content

আরও খবর

পঠিত