নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে সোনারগাঁয়ের নুনেরটেকে বিদ্যুৎ সংযোগের বিষয়ে এমপি লিয়াকত হোসেন খোকার ২৯১ নং তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রাম অফগ্রিড হওয়ায় ১ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা সম্ভব হয়নি। মেঘনা নদীর শাখা নদীর উপর দিয়ে টাওয়ার দ্বারা প্রায় ৯.৩০ কিলোমিটার লাইন নির্মাণ করে নুনেরটেক গ্রামের ১ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ২৯১ নং তারকা চিহ্নিত প্রশ্নে এমপি লিয়াকত হোসেন খোকা বলেছিলেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ (বিদ্যুৎ বিভাগ) মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত এলাকা স্বত্ত্বেও নুনেরটেক এলাকায় বিদ্যুৎ নাই। ডিও দিয়েছিলাম, জেনেছি প্রক্রিয়াধীন আছে। কবে নাগাদ নুনেরটেক এলাকা বিদ্যুতায়িত করা হবে?