নারায়ণগঞ্জ বার্তা ( বন্দর প্রতিনিধি) : প্রবাসী স্ত্রী নিপা বেগম হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী প্রাইভেট শিক্ষক সোহেল ভূইয়া (৩০)কে গ্রেপ্তার করেছে বন্দর পুলিশ। বুধবার রাতে সদর মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৩৭(১১)২০১৭ ধারা- ৩০২ দঃবিঃ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার ৫৫৮ নং উইলসন রোডস্থ ভূইয়া বাড়ী এলাকার রহমত উল্ল্যাহ মিয়ার ছেলে সোহেল ভূইয়া একই থানার আলীনগর এলাকায় প্রবাসী স্ত্রী নিপা বেগমের বাড়ীতে তার দুই ছেলেকে প্রাইভেট পড়ায়। এই সূত্র ধরে প্রবাসী স্ত্রী নিপা বেগমের সাথে প্রাইভেট শিক্ষক সোহেল ভূইয়ার পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রবাসী স্বামীর অনুউপস্থিতে র্দীঘ দিন ধরে চলে তাদের মন দেওয়া নেওয়া। এক পর্যায়ে প্রেম ঘটিত বিষয়ে জের ধরে গত ২০১৭ ইং সালের ১১ নভেম্বর সকাল ৯টায় লম্পট প্রাইভেট শিক্ষক সোহেল ভূইয়া ক্ষিপ্ত হয়ে ২ সন্তানের জননী নিপা বেগমকে গায়ে কেরসিন তেল ঢেলে অগ্নিসংযোগ করে হত্যার পর লাশ ঢামেক হাসপাতালে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে নিহত গৃহবধূ নিপা বেগমের খালাত ভাই গোলাম নবী রনী বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। গত বুধবার রাতে বন্দর থানার উপ-পরিদর্শক সাখাওয়াতসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার সামনে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ হত্যা মামলার ঘাতক আসামী সোহেল ভূইয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।