না.গঞ্জ জেলা কারাগারের ২০৫ জন বন্দির মুক্তির তালিকা প্রেরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২০৫ জন বন্দির মুক্তির তালিকা প্রেরণ করেছে নারায়ণগঞ্জ জেলা কারাগার। শুক্রবার (১০ এপ্রিল)  জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, দীর্ঘ মেয়াদী সাজাপ্রাপ্ত আসামীসহ ছোটখাটো অপরাধ ও অধিক বয়স্ক (অচলাবস্থায় রয়েছেন) কয়েদি যারা রয়েছেন মূলত তাদের নিয়েই ২০৫ জনের এ তালিকা করা হয়েছে। ২০৫ জন কয়েদির মধ্যে দীর্ঘ মেয়াদী অর্থাৎ যারা ২০ বছর সাজাভোগ করেছেন এমন সংখ্যা ৫ জন। এছাড়া ৬ মাস পর্যন্ত সাজাপ্রাপ্ত ৭২ জন, ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত ২৫ এবং লঘু অপরাধে অর্থাৎ বিচারাধীন রয়েছে এমন আসামীর সংখ্যা ১০৩ জন।

তিনি জানান, করোনাভাইরাসের  প্রাদুর্ভাব দেশে শুরু হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলার কারাগারকে একটি তালিকা  তৈরীর নির্দেশ দেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা একটি তালিকা তৈরী করেছি। তালিকাটি ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে  পাঠানো হয়েছে।

এই তালিকা থেকে বিবেচনা করে সরকার কর্তৃক যাদের মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হবে তারাই মুক্তি পাবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা কারাগারে ৩০০ জন ধারণ ক্ষমতার সম্পূর্ণ কারাগারে বর্তমানে প্রায় দীর্ঘমেয়াদী, লঘু অপরাধপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের ১৮০০ আসামী জন রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আমাদের জায়গার তুলনায় বন্দী বেশি থাকলেও  করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় পরিস্কার-পরিচ্ছন্নতাসহ নানা ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে কারাবন্দীদের সঙ্গে তাদের আত্নীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ অস্থায়ীভাবে বন্ধ রয়েছে এবং বন্দী ও তাদের স্বজনরা যাতে একে ওপরের খবরাখবর রাখতে পারে সেজন্য  ১০ টি টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত