না.গঞ্জে সংরক্ষিত আসনে ৫ জ‌নের মনোনয়ন পত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) : সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রত্যাশীদের মনোনয়ন পত্র ক্রয় করার দৌড়ঝাঁপ।

নারায়ণগঞ্জের ৫ নারী অভিনেত্রী সারাহ বেগম কবরী, অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ড. শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি এবং ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

১৫ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টায় মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের ৫ নারী নেত্রী  প্রথম দিনেই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য,  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। একাদশ জাতীয় সংসদের এই ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনের তফসিল।  আগামী ১৭ ফেব্রুয়ারী ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১২ ফেব্রুয়ারী ভোটার তালিকা প্রনয়ন করা হবে। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পরে জানানো হবে।

add-content

আরও খবর

পঠিত