না.গঞ্জের সন্তান ও রঙিন রূপবান এর নায়ক সাত্তার আর নেই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সন্তান ও আশির দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সাত্তার আর নেই ।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। ৪ঠা আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা জানান, ৫ আগস্ট বুধবার সকাল ৯টায় শহরের উকিল পাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শেষ ইচ্ছে অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পারিবারিক গোরস্থানে নায়ক সাত্তারকে দাফন করা হবে।

প্রয়াত সাত্তারের স্ত্রী কাকলী সাত্তার জানান, সন্ধ্যায় রাজধানীর গ্রিনলাইফ মেডিকেল কলেজের আইসিইউতে নেয়ার সময় তার মৃত্যু হয়। তিনি এর আগে তিনবার ব্রেনস্টোকে আক্রান্ত হন। ২০১৮ সাল থেকে তিনি শয্যাশায়ী। পাশাপাশি একাধিক রোগে ভুগছিলেন। বছর ছয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন নায়ক সাত্তারকে। সেই টাকায় চিকিৎসা ও সংসার চলতো তাদের।

এদিকে শাবানা, রোজিনা, অঞ্জু, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীসহ সব সুপার হিট নায়িকার নায়ক ছিলেন সাত্তার। নারায়ণগঞ্জের ছেলে সাত্তার ১৯৬৮ সালে ছোটবেলাতেই ইবনে মিজান পরিচালিত আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী ছবিতে শিশু চরিত্রে অভিনয় করে সিনেমা জগতে পা রাখেন। ১৯৮৪ সালের নতুন মুখের সন্ধানের মাধ্যমে নায়ক হিসেবে কাজী হায়াৎ পরিচালিত পাগলী ছবিতে অভিনয় করেন।

এরপর তিনি আজিজুর রহমানের রঙ্গিন রূপবান, অরুণ বরুণ কিরণ মালা, কাঞ্চন মালা, ইবনে মিজানের পাতাল বিজয়, চাষী নজরুল ইসলামের শুভদা, মিলন চৌধুরীর রঙ্গিন সাত ভাই চম্পাসহ দেড় শতাধিক ছবিতে অভিনয় করেন।

নায়ক হিসেবে তিনি সর্বশেষ মিলন চৌধুরীর ভিখারীর ছেলে ছবিতে অভিনয় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করা চিত্রনায়ক সাত্তার একজন বীর মুক্তিযোদ্ধাও। নারী ও শিশু নির্যাতনের ওপর তিনি একটি তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন।

add-content

আরও খবর

পঠিত