নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি কর্মী হ্যান্ডকাপ মামুন (৪২)কে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে বন্দর থানার দেওয়ানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেন্ডকাপ মামুন একই এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত হ্যান্ডকাপ মামুন একজন চিহিৃত সন্ত্রাসী ও বিএনপি কর্মী। গত ৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং ভোর ৬টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে নাশকতার জন্য ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয় সন্ত্রাসী মামুন। মামুনসহ অজ্ঞাত বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে করে বন্দর থানায় কর্মরত বেশ কয়েকজন পুলিশ আহত হয়। তৎ সময়ে বন্দর থানা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় নাশকতা আইনে ৭(২)১৮ নং মামলা রুজু করে। এ ছাড়াও গ্রেপ্তারকৃত বিএনপি কর্মী মামুন ৮ ফেব্রুয়ারী সকালে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় নাশকতা সৃষ্টি করে।
এ ঘটনায় বন্দর থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ২১(২)১৮ নং মামলা রুজু করে। সোমবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানবাগ এলাকায় অভিযান চাালিয়ে হ্যান্ডকাপ মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এলাকাবাসী জানিয়েছে, গ্রেপ্তারকৃত মামুন ইতিপূর্বে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। এই থেকে তাকে হ্যান্ডকাপ মামুন বলা হয়। গ্রেপ্তারকৃতকে বন্দরে নাশকতার পৃথক ২টি মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।