নারায়ণগ‌ঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোর‌নে মা ও ‌সন্তান সহ আহত ৩

নারায়ণগ‌ঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : নারায়ণগ‌ঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোর‌নের ‌ঘটনায় ড্রে‌নের স্লাপ ও‌ বাড়ির দেয়াল ‌ভে‌ঙ্গে মা ও দুই ছেলে সহ তিনজন গু‌রুতর আহত হ‌য়ে‌ছে। শুক্রবার ভোর ৫টায় নগরীর তাতী পাড়া বট তলা মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। আহতরা হলো, তোফাজ্জল হোসেন এর স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে হাবিব ( ১২ ) ও মোহাম্মদ আলী (৯)।

এদের ম‌ধ্যে হাবিব (১২) নারায়ণগঞ্জ ১শত শয্যা ( ভি‌ক্টো‌রিয়া ) হাসপাতা‌লে চিকিৎসাধীণ। বাকি দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তবে আশংকাজনক অবস্থায় আইসিউতে রয়েছে নয় বছরের মোহাম্মদ আলী। এ ঘটনায় তাদের মুখমন্ডলের চোখে বেশ আঘাত লেগেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

জানা গে‌ছে, রা‌তে হঠাৎ ক‌রেই এক‌টি বি‌স্ফোর‌নের শব্দ পায় স্থানীয়রা। এরপর  ঘটনাস্থ‌লে ড্রে‌ণের স্লাপ ও এক‌টি বা‌ড়ির দেয়াল ভে‌ঙ্গে প‌ড়ে থাকা আহতদের‌কে নারায়ণগঞ্জ ১শত শয্যা ( ভি‌ক্টো‌রিয়া ) হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। প‌রে চি‌কিৎস‌কের পরার্মশ অনুযায়ী গুরুতর আহত অবস্থায় তা‌দের মধ্যে দুইজনকে অ্যাম্বু‌লে‌ন্সে ক‌রে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল পাঠা‌নো হ‌য়ে‌ছে। এলাকবাসী ক‌য়েকজন ধারনা ক‌রে জানায়, গ্যাসের লিকেজ থেকে  এ বি‌স্ফোরন হয়েছে।

বিস্তারিত আসছে–  —-  – — — —

add-content

আরও খবর

পঠিত