নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের চৌরাপাড়া চিত্তরঞ্জন গুদারাঘাট । নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত শীতলক্ষ্যা নদী পারাপারের একটি গুরুত্ব খেয়াঘাট। কলকারখানা বেষ্টিত ২৫ নং ওয়ার্ডে ঘাটটির অবস্থান। প্রতিদিন কয়েক হাজার যাত্রী এ ঘাট দিয়ে নদী পার হন। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের অবহেলা ও উদাসীনতার কারণে বাড়েনি ঘাটের যাত্রী সেবার মান। মুলি বাঁশের তৈরি ভাঙ্গাচোরা নড়বড়ে জেটিতে আছাড় খেয়ে পড়ে যাত্রী আহত হওয়া ঘটনা এ ঘাটে নিত্যদিনের বলে যাত্রীরা জানান।এ ছাড়া ভাঙ্গা জেটিতে আঘাত পেয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেক যাত্রী । এ ঘাটের যাত্রী সেবার মান নিয়ে যাত্রীদের রয়েছে বিস্তর অভিযোগ।
রোববার পরিবার পরিজন নিয়ে শহরে যাচ্ছিলেন বন্দরের লক্ষণখোলা এলাকার গৃহবধূ সীমা। ট্রলারে ওঠার সময় ভাংগা জেটিতে পরে পা আটকে যায় তার। এ সময় তার হাত ধরে থাকা ৫ বছরের শিশু ফয়সল ছিটকে পানিতে পড়ে যায়। অন্য যাত্রীরা ফয়সলকে পানি থেকে উদ্ধার করে। প্রায় ১০ মিনিট চেষ্টার পর উদ্ধার হয় সীমা। এ ঘটনায় তিনি আহত হন।
চৌরাপাড়া এলাকার আসলাম সরকার জানান, চিত্তরঞ্জন গুদারাঘাটের ভাঙ্গা জেটিতে প্রতিদিন যাত্রী আহত হচ্ছেন। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তিনি জানান, সম্প্রতি দেউলী চৌরাপাড়া এলাকার মাওলানা জাহাঙ্গীর আলম নদী পার হতে গিয়ে ভাঙ্গা জেটিতে আহত হন। এ ঘটনায় তিনি একটি পা হারান। এভাবে একের পর এক দূর্ঘটনা ঘটলেও জেটি সংস্কারের কোন উদ্যোগ নেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের।